WB Teacher & Non Teachers Recruitment 2023, পশ্চিমবঙ্গ শিক্ষক ও শিক্ষা কর্মী পদে নিয়োগ ২০২৩) Official Notice Download Pdf, Official Notice
চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। সম্প্রতি পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর এবং মুর্শিদাবাদ জেলা প্রশাসন (WB Teacher & Non Teachers Recruitment 2023) কর্তৃক একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে এখানে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জায়গার মানুষেরা পারবেন এই চাকরির জন্য আবেদন করতে। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।
WB Teacher & Non Teachers Recruitment 2023 | পশ্চিমবঙ্গ শিক্ষক ও শিক্ষা কর্মী পদে নিয়োগ ২০২৩
🔥 Organization Name (সংস্থার নাম) | West Bengal Education Department |
🔥 Post Details (পোস্টের নাম) | টিচিং এবং নন টিচিং স্টাফ |
🔥 Total Vacancies (মোট শূন্যপদ) | ১০ টি |
🔥 Job Location (চাকরির স্থান) | মুর্শিদাবাদ |
🔥 Apply Mode (আবেদন মাধ্যম) | ওয়াক-ইন |
🔥 Official Website (অফিশিয়াল ওয়েবসাইট) | http://www.murshidabad.gov.in/ |
পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর এবং মুর্শিদাবাদ জেলা প্রশাসনে (WB Teacher & Non Teachers Recruitment 2023) কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই বিস্তারিত জানতে আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।
WB Teacher & Non Teachers Recruitment 2023: Vacancy Detail | পশ্চিমবঙ্গ শিক্ষক ও শিক্ষা কর্মী পদে নিয়োগ ২০২৩: পদের নাম
🔥 Post Name (পোস্টের নাম) | 🔥 Post Vacancy (শূন্যপদের সংখ্যা) |
🔥 Teaching Staff | ৮টি |
🔥 Non Teaching Staff | ২টি |
🔥 Total | ১০টি |
🔥 আরও পড়ুন:
👉 WB Librarian Recruitment 2023
🔥 আরও পড়ুন:
🔥 আরও পড়ুন:
👉 WB Municipality Job: সরাসরি রাজ্যের পৌরসভায় চাকরির সুযোগ! এখনই জেনে নিন বিস্তারিত
WB Teacher & Non Teachers Recruitment 2023: Age Limit | পশ্চিমবঙ্গ শিক্ষক ও শিক্ষা কর্মী পদে নিয়োগ ২০২৩: বয়স সীমা
🔥 Post Name (পোস্টের নাম) | 🔥 Age Limit (বয়সসীমা) |
🔥 Teaching Staff | ৬৫ বছরের মধ্যে |
🔥 Non Teaching Staff | ৬৫ বছরের মধ্যে |
WB Teacher & Non Teachers Recruitment 2023: Selection Process | পশ্চিমবঙ্গ শিক্ষক ও শিক্ষা কর্মী পদে নিয়োগ ২০২৩: নিয়োগ প্রক্রিয়া
এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই কেবল ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
How To Apply For WB Teacher & Non Teachers Recruitment 2023: | পশ্চিমবঙ্গ শিক্ষক ও শিক্ষা কর্মী পদে নিয়োগ ২০২৩: আবেদন প্রক্রিয়া
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আগে থেকে কোনো আবেদন করতে হবে না। আপনার যাবতীয় নথিপত্র নিয়ে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ঠিকানায় ইন্টারভিউ দিতে যেতে হবে।
WB Teacher & Non Teachers Recruitment 2023: Required Documents | পশ্চিমবঙ্গ শিক্ষক ও শিক্ষা কর্মী পদে নিয়োগ ২০২৩: প্রয়োজনীয় নথিপত্র
এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-
- আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- আপনার বয়সের প্রমাণপত্র
- আপনার বাসস্থানের প্রমাণপত্র
- আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
- আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)
আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।
WB Teacher & Non Teachers Recruitment 2023: Application Fees | পশ্চিমবঙ্গ শিক্ষক ও শিক্ষা কর্মী পদে নিয়োগ ২০২৩: আবেদন মুল্য
এই চাকরির জন্য কোনো আবেদন মুল্য দিতে হবে না।
CMOH Malda Recruitment 2022: Interview Date And Time | সিএমওএইচ মালদা নিয়োগ ২০২২: ইন্টারভিউয়ের তারিখ এবং সময়
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে ০২.০৫.২০২৩ তারিখ অর্থাৎ ০২ মে ২০২৩ তারিখ সকাল ১০ টা ৩০ মিনিটের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় ইন্টারভিউ দিতে যেতে হবে।
CMOH Malda Recruitment 2022: Interview Venue | সিএমওএইচ মালদা নিয়োগ ২০২২: ইন্টারভিউ ঠিকানা
যে ঠিকানায় আপনি ইন্টারভিউ দিতে যাবেন তা হলো-
মুর্শিদাবাদের ‘লালবাগ’ সাবডিভিশনাল অফিস
WB Teacher & Non Teachers Recruitment 2023: Educational Qualification | পশ্চিমবঙ্গ শিক্ষক ও শিক্ষা কর্মী পদে নিয়োগ ২০২৩: শিক্ষাগত যোগ্যতা
🔥 Post Name (পোস্টের নাম) | 🔥 Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা) |
🔥 Teaching Staff | উচ্চ প্রাথমিক /মাধ্যমিক / উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে B.Ed. সহ ফিজিক্স/কেমিস্ট্রি/লাইফ সায়েন্স/ ম্যাথমেটিক্স বিষয়ে গ্র্যাজুয়েট/ অনার্স গ্র্যাজুয়েট/ পোস্ট গ্র্যাজুয়েট পাশ। এছাড়াও সরকারি বিদ্যালয়ে পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে প্রাইমারি অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে ডি.এল.এড সহ উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও সরকারি বিদ্যালয়ে পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে |
🔥 Non Teaching Staff | অবসরপ্রাপ্ত সরকারি ক্লার্ক হতে হবে |
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প ও অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে জানার জন্য আমাদের Viral Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉 | 🔥 যুক্ত হন |
WB Teacher & Non Teachers Recruitment 2023 Official Website | এখানে দেখুন |
🔥 আরও পড়ুন:
👉 Bandhan Bank Recruitment 2023
FAQ: WB Teacher & Non Teachers Recruitment 2023 (পশ্চিমবঙ্গ শিক্ষক ও শিক্ষা কর্মী পদে নিয়োগ ২০২৩)
Q: WB Teacher & Non Teachers Recruitment 2023 (পশ্চিমবঙ্গ শিক্ষক ও শিক্ষা কর্মী পদে নিয়োগ ২০২৩)-তে কিভাবে নিয়োগ করা হবে?
Ans: ইন্টারভিউয়ের মাধ্যমে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: WB Teacher & Non Teachers Recruitment 2023 (পশ্চিমবঙ্গ শিক্ষক ও শিক্ষা কর্মী পদে নিয়োগ ২০২৩)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?
Ans: B.Ed. সহ ফিজিক্স/কেমিস্ট্রি/লাইফ সায়েন্স/ ম্যাথমেটিক্স বিষয়ে গ্র্যাজুয়েট/ অনার্স গ্র্যাজুয়েট/ পোস্ট গ্র্যাজুয়েট (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: WB Teacher & Non Teachers Recruitment 2023 (পশ্চিমবঙ্গ শিক্ষক ও শিক্ষা কর্মী পদে নিয়োগ ২০২৩)-তে আবেদনের জন্য বয়সসীমা কত?
Ans: ৬৫ বছরের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)