WB Police Recruitment 2023 Apply Online, (পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ ২০২৩) Official Notice Pdf Download, Official Website, WB Lady Constable Recruitment 2023
চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। সম্প্রতি পশ্চিমবঙ্গ পুলিশ (WB Police Recruitment 2023) কর্তৃক একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে এখানে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জায়গার মানুষেরা পারবেন এই চাকরির জন্য আবেদন করতে। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।
WB Police Recruitment 2023 | পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ ২০২৩
🔥 Organization Name (সংস্থার নাম) | West Bengal Police Recruitment Board |
🔥 Post Details (পোস্টের নাম) | লেডি কনস্টেবল |
🔥 Total Vacancies (মোট শূন্যপদ) | ১৪২০ টি |
🔥 Salary (বেতন) | ২২,৭০০ থেকে ৫৮,৫০০ টাকা পর্যন্ত |
🔥 Job Location (চাকরির স্থান) | পশ্চিমবঙ্গ |
🔥 Apply Mode (আবেদন মাধ্যম) | অনলাইন |
🔥 Official Website (অফিশিয়াল ওয়েবসাইট) | wbpolice.gov.in |
পশ্চিমবঙ্গ পুলিশে (West Bengal Police Recruitment) কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই বিস্তারিত জানতে আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।
WB Police Vacancy 2023 | পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ ২০২৩: পদের নাম
🔥 Post Name (পোস্টের নাম) | 🔥 Post Vacancy (শূন্যপদের সংখ্যা) |
🔥 Lady Constable | ১৪২০টি |
🔥 Total | ১৪২০টি |
🔥 আরও পড়ুন:
👉 WB Municipality Job: সরাসরি রাজ্যের পৌরসভায় চাকরির সুযোগ! এখনই জেনে নিন বিস্তারিত
🔥 আরও পড়ুন:
🔥 আরও পড়ুন:
WB Police Recruitment 2023: Age Limit | পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ ২০২৩: বয়স সীমা
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনার বয়স হতে হবে ০১.০১.২০২৩ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। এছাড়া আপনি যদি SC/ST শ্রেণীর প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত ৫ বছর এবং যদি আপনি OBC শ্রেণীর প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত ৩ বছর বয়সের ছাড় পাবেন।
WB Lady Constable Recruitment 2023: Selection Process | পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ ২০২৩: নিয়োগ প্রক্রিয়া
১) Preliminary Written Test (Full Marks – 100)-
i. General Awareness and General Knowledge : 40 Marks
ii. Elementary Mathematics (Madhyamik standard) : 30 Marks
iii. Reasoning : 30 Marks
২) Physical Measurement Test (PMT)-
Name of Post | Category | Height(Barefoot (in cm.) | Weight (in kg.) | Chest (in cm) |
Lady Constables in West Bengal Police | Candidates of all categories (except Gorkhas, Garhwalis, Rajbanshis and Scheduled Tribes) | 160 | 49 | Not Applicable |
Gorkhas, Garhwalis, Rajbanshis and Scheduled Tribes | 152 | 45 | Not Applicable |
৩) Physical Efficiency Test (PET)-
Sl. No. | Posts | Event for PET | Timing |
1. | Lady Constable | 800 (eight hundred) meters run | 4 (four) minutes and 30 (thirty) Seconds |
৪) Final Written Examination (Full Marks – 85)-
A. General Awareness and General Knowledge – 25 Marks
B. English – 10 Marks
C. Elementary Mathematics (Madhyamik standard) – 25 Marks
D. Reasoning and Logical Analysis – 25 Marks
৫) Interview (Full Marks – 15)-
WB Police Recruitment 2023: Salary | পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ ২০২৩: বেতন
এই চাকরির জন্য কর্মীদের মাসিক ২২,৭০০ থেকে ৫৮,৫০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
WB Police Recruitment 2023 Apply Online: | পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ ২০২৩: আবেদন প্রক্রিয়া
১) আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে ওয়েস্ট বেঙ্গল পুলিস রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।
২) আবেদন করার পূর্বে আপনাকে আপনার সমস্ত নথিপত্র স্ক্যান করে নিতে হবে।
৩) আপনাকে আপনার বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সার্টিফিকেট, ভেরিফিকেশন এবং অন্যান্য তথ্য আপনাকে এই মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে পাঠানো হবে।
৪) আবেদন করার সময় মনে রাখতে হবে, আবেদন করার সময় আপনি আপনার নাম, যে পোস্টের জন্য আবেদন করছেন, জন্মের তারিখ, আপনি বাসস্থানের ঠিকানা, ইমেল আইডি ইত্যাদি বিষয়গুলি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
প্রার্থীদের ওয়েস্ট বেঙ্গল পুলিস রিক্রুটমেন্ট বোর্ডের অনলাইন আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করতে অনুরোধ করা হচ্ছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবেদনপত্রে কোনো পরিবর্তন করা যাবে না।
৫) আপনি আবেদন মূল্য অনলাইন/ অফলাইন উভয়ভাবেই দিতে পারবেন (যদি থাকে)।
৬) সবশেষে আপনাকে ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে। আবেদনপত্রটি সাবমিট করার পর সেভ করে রাখতে পারেন অথবা পরবর্তী প্রয়োজনের জন্য অ্যাপ্লিকেশন নম্বরটি প্রিন্ট করে রাখতে পারেন।
WB Police Recruitment 2023: Required Documents | পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ ২০২৩: প্রয়োজনীয় নথিপত্র
এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-
- আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- আপনার বয়সের প্রমাণপত্র
- আপনার বাসস্থানের প্রমাণপত্র
- আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
- আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)
আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।
WB Police Recruitment 2023: Application Fees | পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ ২০২৩: আবেদন মুল্য
এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের ১৭০ টাকা আবেদন মুল্য দিতে হবে। এছাড়া SC/ST প্রার্থীদের ২০ টাকা আবেদন মুল্য দিতে হবে।
WB Police Recruitment 2023: Education Qualification | পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ ২০২৩: শিক্ষাগত যোগ্যতা
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে সংশ্লিষ্ট বিষয়ে মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়া বাংলা ভাষা লিখতে, পড়তে, বলতে জানতে হবে।
WB Police Recruitment 2023: Important Dates | পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ ২০২৩: গুরুত্বপুর্ণ তারিখসমুহ
- আবেদনের শুরুর তারিখ: ২৩.০৪.২০২৩ অর্থাৎ ২৩ এপ্রিল ২০২৩ তারিখ
- আবেদনের শেষ তারিখ: ২২.০৫.২০২৩ অর্থাৎ ২২ মে ২০২৩ তারিখ
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প ও অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে জানার জন্য আমাদের Viral Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন | 🔥 যুক্ত হন |
WB Police Recruitment 2023 Apply Online | আবেদন করুন |
WB Police Recruitment 2023 Official Notice | ডাউনলোড করুন |
WB Police Recruitment 2023 Information to Applicants | ডাউনলোড করুন |
WB Police Recruitment 2023 Official Website | এখানে দেখুন |
🔥 আরও পড়ুন:
👉 Bandhan Bank Recruitment 2023
👉 Oil India Limited Recruitment 2023 WB Govt Jobs 2023: ৩৩,০০০ টাকা বেতনে রাজ্যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে নিয়োগ চলছে (Apply Now!)
FAQ: WB Police Recruitment 2023 (পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ ২০২৩)
Q: WB Police Recruitment 2023 (পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ ২০২৩)-তে আবেদনের শেষ তারিখ কবে?
Ans: ২২ মে ২০২৩ তারিখের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: WB Police Recruitment 2023 (পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ ২০২৩)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?
Ans: মাধ্যমিক পাস। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: WB Police Recruitment 2023 (পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ ২০২৩)-তে আবেদনের জন্য বয়সসীমা কত?
Ans: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)