WB Data Entry Operator Recruitment 2023 Apply Online, (ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২৩) Official Website, Official Notice Pdf Download
চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের আয়তাধীন রুপশ্রী প্রকল্প (WB Data Entry Operator Recruitment 2023) কর্তৃক একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে এখানে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জায়গার মানুষেরা পারবেন এই চাকরির জন্য আবেদন করতে। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।
WB Data Entry Operator Recruitment 2023 | ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২৩
🔥 Organization Name (সংস্থার নাম) | Office Of District Magistrate & CollectorRupashree Section |
🔥 Post Details (পোস্টের নাম) | অ্যাকাউন্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর |
🔥 Total Vacancies (মোট শূন্যপদ) | ৫ টি |
🔥 Salary (বেতন) | ১১,০০০ থেকে ১৫,০০০ টাকা |
🔥 Job Location (চাকরির স্থান) | মুর্শিদাবাদ |
🔥 Apply Mode (আবেদন মাধ্যম) | অফলাইন |
🔥 Official Website (অফিশিয়াল ওয়েবসাইট) | https://murshidabad.sov.in/ |
পশ্চিমবঙ্গ সরকারের আয়তাধীন রুপশ্রী প্রকল্পে (WB Data Entry Operator Recruitment 2023) কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই বিস্তারিত জানতে আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।
WB Data Entry Operator Recruitment 2023: Vacancy Detail | ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২৩: পদের নাম
🔥 Post Name (পোস্টের নাম) | 🔥 Post Vacancy (শূন্যপদের সংখ্যা) |
🔥 Accountant | ৩টি |
🔥 Data Entry Operator | ২টি |
🔥 Total | ৫টি |
🔥 আরও পড়ুন:
👉 WB Librarian Recruitment 2023
🔥 আরও পড়ুন:
🔥 আরও পড়ুন:
👉 WB Municipality Job: সরাসরি রাজ্যের পৌরসভায় চাকরির সুযোগ! এখনই জেনে নিন বিস্তারিত
WB Data Entry Operator Recruitment 2023: Age Limit | ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২৩: বয়স সীমা
🔥 Post Name (পোস্টের নাম) | 🔥 Age Limit (বয়সসীমা) |
🔥 Accountant | ১৮ থেকে ৪০ বছরের মধ্যে |
🔥 Data Entry Operator | ১৮ থেকে ৪০ বছরের মধ্যে |
WB Data Entry Operator Recruitment 2023: Selection Process | ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২৩: নিয়োগ প্রক্রিয়া
Name ofPost | Subject | Allotted Marks |
Accountant | Written Examination: GK, Current Affairs, General Mental ability, Arithmetic, English and Accountancy | 50 |
Computer Test | 40 | |
Viva Voce | 10 | |
Data Entry Operator | Written Examination:GK, Current Affairs, General Mental ability, Arithmetic, andEnglish | 40 |
Computer Test | 50 | |
Viva Voce | 10 |
WB Data Entry Operator Recruitment 2023: Salary | ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২৩: বেতন
🔥 Post Name (পোস্টের নাম) | 🔥 Salary (বেতন) |
🔥 Accountant | ১৫,০০০ টাকা |
🔥 Data Entry Operator | ১১,০০০ টাকা |
How To Apply For WB Data Entry Operator Recruitment 2023: | ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২৩: আবেদন প্রক্রিয়া
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে সেটিকে প্রিন্ট আউট করে নিতে হবে। এরপর আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করে সেটিকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
যে ঠিকানায় আপনি আবেদনপত্রটি পাঠাবেন তা হলো-
Rupashrce DPMU office (Room No. 2, Kanyaslree & Rupashree Cell of
Munhidabad Collectorate, New Building at Berhampore, Barrack Square, Murshidabad, PIN- 742101)
WB Data Entry Operator Recruitment 2023: Required Documents | ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২৩: প্রয়োজনীয় নথিপত্র
এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-
- আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- আপনার বয়সের প্রমাণপত্র
- আপনার বাসস্থানের প্রমাণপত্র
- আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
- আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)
আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।
WB Data Entry Operator Recruitment 2023: Application Fees | ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২৩: আবেদন মুল্য
এই চাকরির জন্য কোনো আবেদন মুল্য দিতে হবে না।
WB Data Entry Operator Recruitment 2023: Educational Qualification | ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২৩: শিক্ষাগত যোগ্যতা
🔥 Post Name (পোস্টের নাম) | 🔥 Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা) |
🔥 Accountant | কমার্স বিষয়ে অনার্স গ্র্যাজুয়েশন পাস। MS.Office, স্প্রেড শীট, ট্যালি, পাওয়ারপয়েন্ট সম্পর্কে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে |
🔥 Data Entry Operator | গ্র্যাজুয়েশন। MS.Office বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং ৩০ wpm টাইপিং স্পীড থাকতে হবে। এছাড়াও ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে |
WB Data Entry Operator Recruitment 2023: Important Dates | ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২৩: গুরুত্বপুর্ণ তারিখসমুহ
- আবেদনের শুরুর তারিখ: ১২.০৪.২০২৩ অর্থাৎ ১২ এপ্রিল ২০২৩ তারিখ
- আবেদনের শেষ তারিখ: ২০.০৪.২০২৩ অর্থাৎ ২০ এপ্রিল ২০২৩ তারিখ
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প ও অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে জানার জন্য আমাদের Viral Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉 | 🔥 যুক্ত হন |
WB Data Entry Operator Recruitment 2023 Official Notice | ডাউনলোড করুন |
WB Data Entry Operator Recruitment 2023 Official Website | এখানে দেখুন |
🔥 আরও পড়ুন:
👉 Bandhan Bank Recruitment 2023
FAQ: WB Data Entry Operator Recruitment 2023 (ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২৩)
Q: WB Data Entry Operator Recruitment 2023 (ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২৩)-তে আবেদনের শেষ তারিখ কবে?
Ans: ২০ এপ্রিল ২০২৩ তারিখের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: WB Data Entry Operator Recruitment 2023 (ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২৩)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?
Ans: গ্র্যাজুয়েশন। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: WB Data Entry Operator Recruitment 2023 (ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২৩)-তে আবেদনের জন্য বয়সসীমা কত?
Ans: ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)