Oil India Limited Recruitment 2023 Apply Online, (অয়েল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ ২০২৩) Official Notice Pdf Download, Official Website
চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। সম্প্রতি অয়েল ইন্ডিয়া লিমিটেড (Oil India Limited Recruitment 2023) কর্তৃক একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে এখানে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জায়গার মানুষেরা পারবেন এই চাকরির জন্য আবেদন করতে। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।
Oil India Limited Recruitment 2023 | অয়েল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ ২০২৩
🔥 Organization Name (সংস্থার নাম) | Oil India Limited |
🔥 Post Details (পোস্টের নাম) | গ্রেড-৩,৫,৭ |
🔥 Total Vacancies (মোট শূন্যপদ) | ১৮৭ টি |
🔥 Salary (বেতন) | ২৬,৬০০ থেকে ১,৪৫,০০০ টাকা পর্যন্ত |
🔥 Job Location (চাকরির স্থান) | সমগ্র দেশে (ইন্ডিয়া) |
🔥 Apply Mode (আবেদন মাধ্যম) | অনলাইন |
🔥 Official Website (অফিশিয়াল ওয়েবসাইট) | https://www.oil-india.com/ |
অয়েল ইন্ডিয়া লিমিটেডে (Oil India Limited) কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে বয়সসীমা কত? আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই আপনাকে বিস্তারিত জানতে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।
Oil India Limited Vacancy 2023 | অয়েল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ ২০২৩: পদের নাম
🔥 Post Name (পোস্টের নাম) | 🔥 Post Vacancy (শূন্যপদের সংখ্যা) |
🔥 PCM12023 | ১৫টি |
🔥 MDL12023 | ৫৪টি |
🔥 FTR12023 | ২৮টি |
🔥 BLR12023 | ২৫টি |
🔥 WLD12023 | ৩টি |
🔥 IMC12023 | ৯টি |
🔥 TCL12023 | ২০টি |
🔥 TBR12023 | ১৫টি |
🔥 NTR12023 | ৮টি |
🔥 CIV12023 | ৪টি |
🔥 MEC12023 | ৩টি |
🔥 INS12023 | ৩টি |
🔥 Total | ১৮৭টি |
🔥 আরও পড়ুন:
👉 WB Govt Jobs 2023: ৩৩,০০০ টাকা বেতনে রাজ্যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে নিয়োগ চলছে (Apply Now!)
🔥 আরও পড়ুন:
👉 ICDS Anganwadi Recruitment 2023
🔥 আরও পড়ুন:
Oil India Limited Recruitment 2023: Age Limit | অয়েল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ ২০২৩: বয়স সীমা
🔥 Post Name (পোস্টের নাম) | 🔥 Age Limit (বয়সসীমা) |
🔥 PCM12023 | ৩০ বছরের মধ্যে |
🔥 MDL12023 | ৩০ বছরের মধ্যে |
🔥 FTR12023 | ৩০ বছরের মধ্যে |
🔥 BLR12023 | ৩০ বছরের মধ্যে |
🔥 WLD12023 | ৩০ বছরের মধ্যে |
🔥 IMC12023 | ৩০ বছরের মধ্যে |
🔥 TCL12023 | ৩৩ বছরের মধ্যে |
🔥 TBR12023 | ৩০ বছরের মধ্যে |
🔥 NTR12023 | ৩২ বছরের মধ্যে |
🔥 CIV12023 | ৩০ বছরের মধ্যে |
🔥 MEC12023 | ৩০ বছরের মধ্যে |
🔥 INS12023 | ৩০ বছরের মধ্যে |
Oil India Limited Recruitment 2023: Selection Process | অয়েল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ ২০২৩: নিয়োগ প্রক্রিয়া
এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
Section / Part | Parameters | Percentage of Marks |
A | English Language & General Knowledge/Awareness and Questions on Oil India Limited. | 20% |
B | Reasoning, Arithmetic/Numerical & Mental Ability | 20% |
C | Domain or Relevant Technical Knowledge: Questions will be based on the qualification prescribed for the post and commensurate with the level of the post. | 60% |
Total | 100% |
Oil India Limited Recruitment 2023: Salary | অয়েল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ ২০২৩: বেতন
🔥 Post Name (পোস্টের নাম) | 🔥 Salary (বেতন) |
🔥 PCM12023 | ২৬,৬০০ থেকে ৯০,০০০ টাকা পর্যন্ত |
🔥 MDL12023 | ২৬,৬০০ থেকে ৯০,০০০ টাকা পর্যন্ত |
🔥 FTR12023 | ২৬,৬০০ থেকে ৯০,০০০ টাকা পর্যন্ত |
🔥 BLR12023 | ২৬,৬০০ থেকে ৯০,০০০ টাকা পর্যন্ত |
🔥 WLD12023 | ২৬,৬০০ থেকে ৯০,০০০ টাকা পর্যন্ত |
🔥 IMC12023 | ২৬,৬০০ থেকে ৯০,০০০ টাকা পর্যন্ত |
🔥 TCL12023 | ৩২,০০০ থেকে ১,২৭,০০০ টাকা পর্যন্ত |
🔥 TBR12023 | ৩২,০০০ থেকে ১,২৭,০০০ টাকা পর্যন্ত |
🔥 NTR12023 | ৩২,০০০ থেকে ১,২৭,০০০ টাকা পর্যন্ত |
🔥 CIV12023 | ৩৭,৫০০ থেকে ১,৪৫,০০০ টাকা পর্যন্ত |
🔥 MEC12023 | ৩৭,৫০০ থেকে ১,৪৫,০০০ টাকা পর্যন্ত |
🔥 INS12023 | ৩৭,৫০০ থেকে ১,৪৫,০০০ টাকা পর্যন্ত |
How To Apply For Oil India Limited Recruitment 2023: | অয়েল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ ২০২৩: আবেদন প্রক্রিয়া
১) আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে অয়েল ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।
২) আবেদন করার পূর্বে আপনাকে আপনার সমস্ত নথিপত্র স্ক্যান করে নিতে হবে।
৩) আপনাকে আপনার বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সার্টিফিকেট, ভেরিফিকেশন এবং অন্যান্য তথ্য আপনাকে এই মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে পাঠানো হবে।
৪) আবেদন করার সময় মনে রাখতে হবে, আবেদন করার সময় আপনি আপনার নাম, যে পোস্টের জন্য আবেদন করছেন, জন্মের তারিখ, আপনি বাসস্থানের ঠিকানা, ইমেল আইডি ইত্যাদি বিষয়গুলি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
প্রার্থীদের অয়েল ইন্ডিয়া লিমিটেডের অনলাইন আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করতে অনুরোধ করা হচ্ছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবেদনপত্রে কোনো পরিবর্তন করা যাবে না।
৫) আপনি আবেদন মূল্য অনলাইন/ অফলাইন উভয়ভাবেই দিতে পারবেন (যদি থাকে)।
৬) সবশেষে আপনাকে ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে। আবেদনপত্রটি সাবমিট করার পর সেভ করে রাখতে পারেন অথবা পরবর্তী প্রয়োজনের জন্য অ্যাপ্লিকেশন নম্বরটি প্রিন্ট করে রাখতে পারেন।
Oil India Limited Recruitment 2023: Required Documents | অয়েল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ ২০২৩: প্রয়োজনীয় নথিপত্র
এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-
- আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- আপনার বয়সের প্রমাণপত্র
- আপনার বাসস্থানের প্রমাণপত্র
- আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
- আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)
আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।
POSTCODE SN. | COMPULSORY VALID DOCUMENTS/CERTIFICATES/TESTIMONIALS |
1 to 12 | Valid Employment Exchange Registration Card / Zila Sainik Welfare Office Registration Card for Ex-Servicemen. |
1 to 12 | Admit Card or Pass Certificate or Marksheet of Class 10 issued by the concerned Government Recognized Education Board as valid proof of date of birth. |
1 | Marksheet/Pass Certificate of Class 10+2 issued by the concerned Government Recognized Education Board. |
2, 3, 5 & 6 | (a) Marksheet/Pass Certificate of Class 10 issued by the concerned Government Recognized Education Board.(b) National/Provisional Trade Certificate issued by National Council for Vocational Training / State Council for Vocational Training, in the relevant course, as applicable. |
4 | (a) Marksheet/Pass Certificate of Class 10 issued by the concerned Government Recognized Education Board.(b) National/Provisional Trade Certificate issued by National Council for Vocational Training / State Council for Vocational Training, in the relevant course (2 years course), as applicable.(c) Valid and current 2nd Class Boiler Attendant Certificate issued by Competent Government Authority. |
7 | (a) Marksheet and Pass Certificate of B.Sc. with Physics, Chemistry & Mathematics from a Government Recognized University.(b) Work Experience certificate of minimum 03 (three) years post qualification work experience in chemical activities-fields/lab in Oil & Gas/Petrochemical Industry. |
8 | (a) Marksheet/Pass Certificate of Class 10 issued by the concerned Government Recognized Education Board.(b) National/Provisional Trade Certificate issued by National Council for Vocational Training / State Council for Vocational Training, in the relevant course (2 years course), as applicable.(c) Valid and current 1st Class Boiler Attendant Certificate issued by Competent Government Authority. |
9 | (a) Marksheet and Pass Certificate of B.Sc. Nursing or Post Basic B.Sc. Nursing (PB-B.Sc.)from an Institute recognized by Indian Nursing Council.(b) Work Experience Certificate of minimum 02 (two) years of professional experience after obtaining registration from the State Nursing Council. (c) Valid Registration Certificate issued by State Nursing Council. |
10 to 12 | (a) Marksheet and Pass Certificate of Class 10 issued by the concerned Government Recognized Education Board.(b) Marksheet and Pass Certificate of 03 (three) years diploma in the relevant engineering discipline issued by the concerned Government Recognized University/Board/Institute, as applicable. |
2 to 8 | National Apprentice Certificate issued by National Council for Vocational Training in case of trade apprentice candidate(s) who have successfully undergone and completed apprenticeship training in the respective trade in Oil India Limited and passed the All IndiaTrade Test for Apprentices. |
10 to 12 | Certificate of Proficiency issued by Board of Practical Training (BOPT), Eastern Region, Kolkata in case of diploma apprentice candidate(s) who have successfully undergone and completed apprenticeship training in the respective discipline in Oil India Limited. |
1 to 12 | Caste Certificate of SC/ST/OBC, if applicable. |
1 to 12 | Non-Creamy Layer (NCL) Certificate which should also be valid as on the date of appointment, if applicable. |
1 to 12 | Income & Assets Certificate to be Produced by Economically Weaker Sections which should also be valid as on the date of appointment, if applicable. |
1 to 12 | Disability Certificate (in case of Persons with Benchmark Disabilities). |
1 to 12 | Valid Discharge Certificate/Book/Service & Release Certificate for Ex-Servicemen clearly showing Personal Particulars and Service Particulars, if applicable. |
1 to 12 | Photo Pass for WCL, if applicable. |
1 to 12 | Valid No Objection Certificate signed by concerned Authority, if employed in Government Service/Public Sector Undertaking. |
Oil India Limited Recruitment 2023: Application Fees | অয়েল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ ২০২৩: আবেদন মুল্য
এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের ২০০ টাকা আবেদন মুল্য দিতে হবে। এছাড়াও SC/ST/EWS/PWBD/Ex Serviceman প্রার্থীদের কোনো আবেদন মুল্য দিতে হবে না।
Oil India Limited Recruitment 2023: Education Qualification | অয়েল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ ২০২৩: শিক্ষাগত যোগ্যতা
🔥 Post Name (পোস্টের নাম) | 🔥 Education Qualification (শিক্ষাগত যোগ্যতা) |
🔥 PCM12023 | ফিজিক্স,কেমিস্ট্রি,অঙ্ক বিষয়ে উচ্চমাধ্যমিক পাস |
🔥 MDL12023 | মাধ্যমিক পাস। এছাড়াও মেকানিক ডিজেল ট্রেডে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে |
🔥 FTR12023 | মাধ্যমিক পাস। এছাড়াও ফিটার ট্রেডে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে |
🔥 BLR12023 | মাধ্যমিক পাস। সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও সেকেন্ড ক্লাস বয়লার অ্যাটেনডেন্ট সার্টিফিকেট থাকতে হবে |
🔥 WLD12023 | মাধ্যমিক পাস। এছাড়াও ওয়েলডার ট্রেডে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে |
🔥 IMC12023 | মাধ্যমিক পাস। এছাড়াও ইনস্ট্রুমেন্ট মেকানিক ট্রেডে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে |
🔥 TCL12023 | ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক বিষয়সহ B.Sc। এছাড়াও ৩ বছরের কাজের অভিজ্ঞতা |
🔥 TBR12023 | মাধ্যমিক পাস। সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। এছাড়া ফার্স্ট ক্লাস বয়লার অ্যাটেনডেন্ট সার্টিফিকেট থাকতে হবে |
🔥 NTR12023 | B.Sc নার্সিং/পোষ্ট বেসিক B.Sc নার্সিং পাস। এছাড়াও ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যিক। |
🔥 CIV12023 | মাধ্যমিক পাস। ৩ বছরের সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা |
🔥 MEC12023 | মাধ্যমিক পাস। ৩ বছরের মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা |
🔥 INS12023 | মাধ্যমিক পাস। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স অ্যান্ড ইস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং/ইস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি/ইস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা |
Oil India Limited Recruitment 2023: Important Dates | অয়েল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ ২০২৩: গুরুত্বপুর্ণ তারিখসমুহ
- আবেদনের শুরুর তারিখ: ২৮.০৩.২০২৩ অর্থাৎ ২৮ মার্চ ২০২৩ তারিখ
- আবেদনের শেষ তারিখ: ২৫.০৪.২০২৩ অর্থাৎ ২৫ এপ্রিল ২০২৩ তারিখ
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প ও অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে জানার জন্য আমাদের Viral Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন | 🔥 যুক্ত হন |
Oil India Limited Recruitment 2023 Apply Online | আবেদন করুন |
Oil India Limited Recruitment 2023 Official Notice | ডাউনলোড করুন |
Oil India Limited Recruitment 2023 Official Website | এখানে দেখুন |
🔥 আরও পড়ুন:
👉 Visva Bharati University Recruitment 2023
👉 ICDS Anganwadi Recruitment 2023
👉 WB Govt Jobs 2023: ৩৩,০০০ টাকা বেতনে রাজ্যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে নিয়োগ চলছে (Apply Now!)
FAQ: Oil India Limited Recruitment 2023 (অয়েল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ ২০২৩)
Q: Oil India Limited Recruitment 2023 (অয়েল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ ২০২৩)-তে আবেদনের শেষ তারিখ কবে?
Ans: ২৫ এপ্রিল ২০২৩ তারিখের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: Oil India Limited Recruitment 2023 (অয়েল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ ২০২৩)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?
Ans: সংশ্লিষ্ট বিষয়ে মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক/ট্রেড সার্টিফিকেট/বিএসসি/পোষ্ট বিএসসি/ডিপ্লোমা। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: Oil India Limited Recruitment 2023 (অয়েল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ ২০২৩)-তে আবেদনের জন্য বয়সসীমা কত?
Ans: ৩০ থেকে ৩৩ বছরের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)