India Post Office Recruitment 2023, (পোস্ট অফিস নিয়োগ ২০২৩) Official Notice Pdf Download, Official Website
চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। সম্প্রতি ভারতীয় পোস্ট অফিস (Post Office Recruitment 2023) কর্তৃক একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে এখানে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জায়গার মানুষেরা পারবেন এই চাকরির জন্য আবেদন করতে। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।
India Post Office Recruitment 2023 | পোস্ট অফিস নিয়োগ ২০২৩
🔥 Organization Name (সংস্থার নাম) | India Post Office |
🔥 Post Details (পোস্টের নাম) | পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য |
🔥 Total Vacancies (মোট শূন্যপদ) | ২৫৭ টি |
🔥 Job Location (চাকরির স্থান) | সমগ্র দেশে (ইন্ডিয়া) |
🔥 Apply Mode (আবেদন মাধ্যম) | অনলাইন |
🔥 Official Website (অফিশিয়াল ওয়েবসাইট) | https://www.indiapost.gov.in/ |
ভারতীয় পোস্ট অফিসে (India Post Office Recruitment 2023) কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই বিস্তারিত জানতে আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।
India Post Office Recruitment 2023: Vacancy Detail | পোস্ট অফিসে নিয়োগ ২০২৩: পদের নাম
🔥 Post Name (পোস্টের নাম) | 🔥 Post Vacancy (শূন্যপদের সংখ্যা) |
🔥 Postal Assistant | ৯৩ টি |
🔥 Sorting Assistant | ৯ টি |
🔥 Postman | ১১৩ টি |
🔥 Mail Guard | NIL |
🔥 Multi-Tasking Staff | ৪২ টি |
🔥 Total | ২৫৭ টি |
🔥 আরও পড়ুন:
👉 Narcotics Control Bureau Recruitment 2023
🔥 আরও পড়ুন:
👉 WB Teacher & Non Teachers Recruitment 2023
🔥 আরও পড়ুন:
India Post Office Recruitment 2023: Selection Process | পোস্ট অফিস নিয়োগ ২০২৩: নিয়োগ প্রক্রিয়া
এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের প্রথমে নথিপত্র যাচাই করা হবে। এরপর প্রার্থীদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে। এর পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
How to Apply for India Post Office Recruitment 2023: | পোস্ট অফিস নিয়োগ ২০২৩: আবেদন প্রক্রিয়া
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে সেটিকে প্রিন্ট আউট করে নিতে হবে। এরপর আবেদনপত্রটি ভালো করে পূরণ করে সেটিকে নির্দিষ্ট ইমেল আইডিতে মেল করতে হবে।
যে ইমেইল আইডিতে আপনি আবেদনপত্রটি পাঠাবেন তা হলো-
India Post Office Recruitment 2023: Required Documents | পোস্ট অফিস নিয়োগ ২০২৩: প্রয়োজনীয় নথিপত্র
এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-
- আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- আপনার বয়সের প্রমাণপত্র
- আপনার বাসস্থানের প্রমাণপত্র
- আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
- আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)
আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।
India Post Office Recruitment 2023: Provissionally Selected Candidates Reporting Date and Time | পোস্ট অফিসে নিয়োগ ২০২৩: প্রভিশনালি নির্বাচিত প্রার্থীদের রিপোর্টিং-এর তারিখ এবং সময়
প্রভিশনালি নির্বাচিত প্রার্থীদের যাবতীয় নথিপত্রসহ ২৫.০৫.২০২৩ অর্থাৎ ২৫ মে ২০২৩ তারিখ সকাল ১০ টা ৩০ মিনিটের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় রিপোর্ট করতে হবে।
India Post Office Recruitment 2023: Provissionally Selected Candidates Reporting Address | পোস্ট অফিস নিয়োগ ২০২৩: প্রভিশনালি নির্বাচিত প্রার্থীদের রিপোর্টিং-এর স্থান
প্রভিশনালি নির্বাচিত প্রার্থীদের যে ঠিকানায় রিপোর্টিং করতে হবে তা হলো-
WTC, 2nd Floor, Central Sorting Division, Mumbai GPO Annex Building, Mumbai- 400001
India Post Office Recruitment 2023: Educational Qualification | পোস্ট অফিস নিয়োগ ২০২৩: শিক্ষাগত যোগ্যতা
🔥 Post Name (পোস্টের নাম) | 🔥 Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা) |
🔥 Postal Assistant | মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ। এছাড়াও কম্পিউটারের জ্ঞান থাকতে হবে |
🔥 Sorting Assistant | মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ। এছাড়াও কম্পিউটারের জ্ঞান থাকতে হবে |
🔥 Postman | মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ। এছাড়াও কম্পিউটারের জ্ঞান থাকতে হবে |
🔥 Mail Guard | মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ। এছাড়াও কম্পিউটারের জ্ঞান থাকতে হবে |
🔥 Multi-Tasking Staff | মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ। এছাড়াও কম্পিউটারের জ্ঞান থাকতে হবে |
India Post Office Recruitment 2023: Important Dates | পোস্ট অফিস নিয়োগ ২০২৩: গুরুত্বপুর্ণ তারিখসমুহ
- আবেদনের শুরুর তারিখ: ০৯.০৫.২০২৩ অর্থাৎ ০৯ মে ২০২৩ তারিখ
- আবেদনের শেষ তারিখ: ২২.০৫.২০২৩ অর্থাৎ ২২ মে ২০২৩ তারিখ
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প ও অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে জানার জন্য আমাদের Viral Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉 | 🔥 যুক্ত হন |
India Post Office Recruitment 2023 Official Notice | ডাউনলোড করুন |
India Post Office Recruitment 2023 Official Website | এখানে দেখুন |
🔥 আরও পড়ুন:
👉 WB Librarian Recruitment 2023
👉 WB Municipality Job: সরাসরি রাজ্যের পৌরসভায় চাকরির সুযোগ! এখনই জেনে নিন বিস্তারিত
FAQ: India Post Office Recruitment 2023 (পোস্ট অফিস নিয়োগ ২০২৩)
Q: India Post Office Recruitment 2023 (পোস্ট অফিস নিয়োগ ২০২৩)-তে আবেদনের শেষ তারিখ কবে?
Ans: ২২ মে ২০২৩ তারিখ। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: India Post Office Recruitment 2023 (পোস্ট অফিস নিয়োগ ২০২৩)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?
Ans: মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: India Post Office Recruitment 2023 (পোস্ট অফিস নিয়োগ ২০২৩)-তে আবেদন কিভাবে করতে হবে?
Ans: ইমেলের মাধ্যমে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)