ICDS Anganwadi Recruitment 2023: অষ্টম ও দশম পাসেই আইসিডিএস অঙ্গনওয়াড়িতে চাকরির সুযোগ! (Apply Now!)

ICDS Anganwadi Recruitment 2023 Apply Online, (আইসিডিএস অঙ্গনওয়াড়িতে নিয়োগ ২০২৩) ICDS Recruitment 2023, Official Notice Pdf Download, Official Website

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। সম্প্রতি অফিস অফ দ্যা চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার (Anganwadi Recruitment 2023) কর্তৃক একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে এখানে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জায়গার মহিলারা পারবেন এই চাকরির জন্য আবেদন করতে। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।

বিষয় তালিকা:

ICDS Anganwadi Recruitment 2023 | আইসিডিএস অঙ্গনওয়াড়িতে নিয়োগ ২০২৩

🔥 Organization Name (সংস্থার নাম)Office of The Child Development Officer
🔥 Post Details (পোস্টের নাম)অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার 
🔥 Total Vacancies (মোট শূন্যপদ)৩৪৫ টি
🔥 Salary (বেতন)৬,৩০০ থেকে ৮,২৫০ টাকা পর্যন্ত
🔥 Job Location (চাকরির স্থান)পশ্চিমবঙ্গ
🔥 Apply Mode (আবেদন মাধ্যম)অনলাইন
🔥 Official Website (অফিশিয়াল ওয়েবসাইট)https://coochbehar.gov.in/

রাজ্যের সরকারি স্কুলে (ICDS Anganwadi Recruitment 2023) কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য বয়সসীমা কত? শিক্ষাগত যোগ্যতা কি? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।

ICDS Anganwadi Recruitment 2023: Vacancy Detail | আইসিডিএস অঙ্গনওয়াড়িতে নিয়োগ ২০২৩: পদের নাম  

এখানে যে যে পদের জন্যে নিয়োগ করা হচ্ছে সেগুলি হল, 

  • Anganwadi Worker (AWW)
  • Anganwadi Helper (AWH)

🔥 আরও পড়ুন: 

👉 WBPDCL Recruitment 2023

🔥 আরও পড়ুন: 

👉 IRCTC Recruitment 2023

🔥 আরও পড়ুন: 

👉 Food Corporation of India Recruitment 2023 Apply Online

ICDS Anganwadi Recruitment 2023: Gram Panchayet Wise Vacancy Detail | আইসিডিএস অঙ্গনওয়াড়িতে নিয়োগ ২০২৩: গ্রাম পঞ্চায়েত ভিত্তিক শূন্যপদের সংখ্যা

🔥 Gram Panchayet Name (গ্রাম পঞ্চায়েতের নাম)🔥 Vacancy Detail (শূন্যপদের সংখ্যা)
🔥 Dhalpal-1৬টি 
🔥 Dhalpal-2৮টি 
🔥 Andaran Fulbari-1৭টি 
🔥 Andaran Fulbari-2৮টি 
🔥 Nakkatigachh১৭টি 
🔥 Balabhut৯টি 
🔥 Chilakhana-2৫টি
🔥 Tufanganj Municopality৬টি 
🔥 Balarampur-1৯টি 
🔥 Balarampur-2৫টি 
🔥 Deocharai১১টি 
🔥 Chilakhana-1১০টি 
🔥 Maruganj১২টি 
🔥 Natabari-1৮টি 
🔥 Natabari-2৭টি 
🔥 Adabari ৯টি 
🔥 Sitai-1৭টি 
🔥 Sitai-2৫টি 
🔥 Chamta৫টি 
🔥 B.R. Chatra১৩টি 
🔥 Uttar Baro Haldibari ১৫টি 
🔥 Dakshin Baro Haldibari ১৬টি 
🔥 Boxiganj১৩টি 
🔥 Dewanganj১৭টি 
🔥 Permekhliganj২২টি 
🔥 Hemkumari২৪টি 
🔥 Municipality৩টি 
🔥 Ambari২টি 
🔥 Baneshwar৫টি 
🔥 Chakchaka৬টি 
🔥 Gopalpur৫টি 
🔥 Marichbari-Kholta১২টি 
🔥 Khapaidanga৪টি 
🔥 Khagrabari৯টি
🔥 Rajarhat-Takagach৪টি 
🔥 Madhupur৩টি 
🔥 Pundibari৬টি 
🔥 Patlakhaowa৪টি 
🔥 Baro Rangrash১টি 
🔥 Dhanding Guri৭টি 
🔥 Total৩৪৫টি 

ICDS Anganwadi Recruitment 2023: Age Limit | আইসিডিএস অঙ্গনওয়াড়িতে নিয়োগ ২০২৩: বয়স সীমা  

🔥 Post Name (পোস্টের নাম)🔥 Age Limit (বয়সসীমা)
🔥 Anganwadi Worker (AWW)১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।
🔥 Anganwadi Helper (AWH)১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।

ICDS Recruitment 2023: Selection Process | আইসিডিএস অঙ্গনওয়াড়িতে নিয়োগ ২০২৩: নিয়োগ প্রক্রিয়া 

এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের প্রথমে ৯০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১০ নম্বরের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

a)An essay of 150 words mother tongue (Class-VIII Standard): 15 Marks

b) Arithmetic (multiple choice type of class VIII Standard): 20 Marks

c) Nutrition, Public Health, Status of Women (Multiple Choice Types): 15 Marks

d) English Language (candidates understanding of the simple and primary knowledge of English Language), simple translation up to the level of Class VIII (MCQ): 20 Marks

e) General Knowledge (Multiple Choice Types): 20 Marks

ICDS Anganwadi Recruitment 2023: Salary | আইসিডিএস অঙ্গনওয়াড়িতে নিয়োগ ২০২৩: বেতন  

🔥 Post Name (পোস্টের নাম)🔥 Salary (বেতন)
🔥 Anganwadi Worker (AWW)৮,২৫০ টাকা
🔥 Anganwadi Helper (AWH)৬,৩০০ টাকা 

How To Apply For ICDS Anganwadi Recruitment 2023: | আইসিডিএস অঙ্গনওয়াড়িতে নিয়োগ ২০২৩: আবেদন প্রক্রিয়া  

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে। এরপর আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করে সেটিকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

যে ঠিকানায় আপনি আবেদনপত্রটির হার্ড কপি পাঠাবেন তা হলো-

সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের CDPO অফিস

ICDS Anganwadi Recruitment 2023: Required Documents | আইসিডিএস অঙ্গনওয়াড়িতে নিয়োগ ২০২৩: প্রয়োজনীয় নথিপত্র 

এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

  • আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • আপনার বয়সের প্রমাণপত্র 
  • আপনার বাসস্থানের প্রমাণপত্র
  • আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
  • আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

ICDS Anganwadi Recruitment 2023: Application Fees | আইসিডিএস অঙ্গনওয়াড়িতে নিয়োগ ২০২৩: আবেদন মুল্য 

এই চাকরির জন্য কোনো আবেদন মুল্য দিতে হবে না

ICDS Anganwadi Recruitment 2023

ICDS Anganwadi Recruitment 2023: Education Qualification | আইসিডিএস অঙ্গনওয়াড়িতে নিয়োগ ২০২৩: শিক্ষাগত যোগ্যতা  

🔥 Post Name (পোস্টের নাম)Education Qualification (শিক্ষাগত যোগ্যতা)
🔥 Anganwadi Worker (AWW)মাধ্যমিক পাস
🔥 Anganwadi Helper (AWH)অষ্টম শ্রেণী পাস

ICDS Anganwadi Recruitment 2023: Important Dates | আইসিডিএস অঙ্গনওয়াড়িতে নিয়োগ ২০২৩: গুরুত্বপুর্ণ তারিখসমুহ  

  • আবেদনের শুরুর তারিখ: ২৪.০৩.২০২৩ অর্থাৎ ২৪ মার্চ ২০২৩ তারিখ 
  • আবেদনের শেষ তারিখ: ১৭.০৪.২০২৩ অর্থাৎ ১৭ এপ্রিল ২০২৩ তারিখ

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প ও অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে জানার জন্য আমাদের Viral Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥  আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন
ICDS Anganwadi Recruitment 2023 Apply Online আবেদন করুন
ICDS Anganwadi Recruitment 2023 Official Notice এখানে দেখুন
ICDS Anganwadi Recruitment 2023 Official Website এখানে দেখুন

 🔥 আরও পড়ুন: 

👉 WBPDCL Recruitment 2023

👉 IRCTC Recruitment 2023

👉 Food Corporation of India Recruitment 2023 Apply Online

FAQ: ICDS Anganwadi Recruitment 2023 (আইসিডিএস অঙ্গনওয়াড়িতে নিয়োগ ২০২৩)

Q: ICDS Anganwadi Recruitment 2023 (আইসিডিএস অঙ্গনওয়াড়িতে নিয়োগ ২০২৩)-তে আবেদনের শেষ তারিখ কবে?

Ans: ১৭ এপ্রিল ২০২৩ তারিখের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: ICDS Anganwadi Recruitment 2023 (আইসিডিএস অঙ্গনওয়াড়িতে নিয়োগ ২০২৩)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

Ans: অষ্টম শ্রেণী/মাধ্যমিক পাস। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: ICDS Anganwadi Recruitment 2023 (আইসিডিএস অঙ্গনওয়াড়িতে নিয়োগ ২০২৩)-তে আবেদনের জন্য বয়সসীমা কত?

Ans: ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

Recent Comments