HDFC Bank Recruitment 2023 Apply Online, (এইচডিএফসি ব্যাংকে নিয়োগ ২০২৩) Official Notice Pdf Download, Official Notice
চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। সম্প্রতি এইচডিএফসি ব্যাংক (HDFC Bank Recruitment 2023) কর্তৃক একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে এখানে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জায়গার ব্যক্তিই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।
HDFC Bank Recruitment 2023 | এইচডিএফসি ব্যাংকে নিয়োগ ২০২৩
🔥 Organization Name (সংস্থার নাম) | HDFC BANK |
🔥 Post Details (পোস্টের নাম) | ফাইনান্স, ইন্সুরেন্স এবং অ্যাকাউন্টিং সার্ভিস |
🔥 Total Vacancies (মোট শূন্যপদ) | ৫৫ টি |
🔥 Salary (বেতন) | ১০,২৫৮ থেকে ১৯,৮৭৫ টাকা পর্যন্ত |
🔥 Job Location (চাকরির স্থান) | সমগ্র দেশে (ইন্ডিয়া) |
🔥 Apply Mode (আবেদন মাধ্যম) | অনলাইন |
🔥 Official Website (অফিশিয়াল ওয়েবসাইট) | https://www.ncs.gov.in/ |
এইচডিএফসি ব্যাংকে (HDFC Bank Recruitment 2023) কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য বয়সসীমা কত? শিক্ষাগত যোগ্যতা কি? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনাকে তাই বিস্তারিত জানতে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।
HDFC Bank Vacancy 2023 Detail | এইচডিএফসি ব্যাংকে নিয়োগ ২০২৩: পদের নাম
🔥 Post Name (পোস্টের নাম) | 🔥 Post Vacancy (শূন্যপদের সংখ্যা) |
🔥 Finance,Insurance and Accounting Services | ৫৫ টি |
🔥 Total | ৫৫ টি |
🔥 আরও পড়ুন:
🔥 আরও পড়ুন:
👉 Post Office Recruitment 2023
🔥 আরও পড়ুন:
👉 Visva Bharati University Recruitment 2023
HDFC Bank Recruitment 2023: Age Limit | এইচডিএফসি ব্যাংকে নিয়োগ ২০২৩: বয়স সীমা
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনার বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
HDFC Bank Recruitment 2023: Selection Process | এইচডিএফসি ব্যাংকে নিয়োগ ২০২৩: নিয়োগ প্রক্রিয়া
এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কোনরকমের লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
HDFC Bank Recruitment 2023: Salary | এইচডিএফসি ব্যাংকে নিয়োগ ২০২৩: বেতন
এই চাকরির জন্য কর্মীদের মাসিক ১০,২৫৮ থেকে ১৯,৮৭৫ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
HDFC Bank Recruitment 2023 Apply Online: | এইচডিএফসি ব্যাংকে নিয়োগ ২০২৩: আবেদন প্রক্রিয়া
১) আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে।
২) আপনি যদি নতুন অ্যাপ্লাই করে থাকেন, তাহলে আপনাকে প্রথমে Sign Up করে নিতে হবে।
৩) তারপর আপনাকে সেখানে আপনার যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
৪) তারপর সেখানে আপনার নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল প্রকার তথ্য দিতে হবে।
৫) আপনাকে একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি সাথে রাখতে হবে।
৬) এরপর যাবতীয় ডকুমেন্টসহ পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
এছাড়াও আপনি সরাসরি ফোন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করেও আবেদন করতে পারবেন।
যে ফোন নম্বরে আপনি যোগাযোগ করবেন তা হলো-
7003956832
যে নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করে আপনি আপনার সিভি পাঠাবেন তা হলো-
7003956832
HDFC Bank Recruitment 2023: Required Documents | এইচডিএফসি ব্যাংকে নিয়োগ ২০২৩: প্রয়োজনীয় নথিপত্র
এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-
- আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- আপনার বয়সের প্রমাণপত্র
- আপনার বাসস্থানের প্রমাণপত্র
- আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
- আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)
আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।
HDFC Bank Recruitment 2023: Application Fees | এইচডিএফসি ব্যাংকে নিয়োগ ২০২৩: আবেদন মূল্য
এই চাকরির জন্য আপনাকে কোনো আবেদন মূল্য দিতে হবে না।
HDFC Bank Recruitment 2023: Educational Qualification | এইচডিএফসি ব্যাংকে নিয়োগ ২০২৩: শিক্ষাগত যোগ্যতা
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে নুন্যতম উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। আপনি যদি গ্র্যাজুয়েশন পাশ করে থাকেন তাহলেও আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে।
HDFC Bank Recruitment 2023: Important Dates | এইচডিএফসি ব্যাংকে নিয়োগ ২০২৩: গুরুত্বপূর্ণ তারিখসমুহ
- আবেদন শুরুর তারিখ: ৩০.০৩.২০২৩ অর্থাৎ ৩০ মার্চ ২০২৩ তারিখ
- আবেদনের শেষ তারিখ: ২৮.০৬.২০২৩ অর্থাৎ ২৮ জুন ২০২৩ তারিখ
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করুন বন্ধুদের সাথে। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প ও অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে জানার জন্য আমাদের Viral Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉 | যুক্ত হন |
HDFC BANK RECRUITMENT 2023 Apply Online | আবেদন করুন |
HDFC BANK RECRUITMENT 2023 Official Notice | এখানে দেখুন |
🔥 আরও পড়ুন:
👉 ICDS Anganwadi Recruitment 2023
👉 Food Corporation of India Recruitment 2023 Apply Online
FAQ: HDFC BANK RECRUITMENT 2023 (এইচডিএফসি ব্যাংকে নিয়োগ ২০২৩)
Q: HDFC BANK RECRUITMENT 2023 (এইচডিএফসি ব্যাংকে নিয়োগ ২০২৩)-তে আবেদনের শেষ তারিখ কবে?
Ans: ২৮ জুন ২০২৩ তারিখ। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: HDFC BANK RECRUITMENT 2023 (এইচডিএফসি ব্যাংকে নিয়োগ ২০২৩)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?
Ans: উচ্চমাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশন। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: HDFC BANK RECRUITMENT 2023 (এইচডিএফসি ব্যাংকে নিয়োগ ২০২৩)-তে আবেদনের জন্য বয়সসীমা কত?
Ans: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)