Coal India Recruitment 2023: প্রচুর শূন্য পদে কেন্দ্র সরকারের অধীনে ভারতীয় কয়লা খনিতে নিয়োগ চলছে (Apply Now!)

Coal India Recruitment 2023 Apply Online, (ভারতীয় কয়লা খনিতে নিয়োগ ২০২৩) Official Notice Pdf Download, Official Website, Coal India Vacancy 2023

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। সম্প্রতি কোল ইন্ডিয়া লিমিটেড (Coal India Recruitment 2023) কর্তৃক একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে এখানে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জায়গার মানুষেরা পারবেন এই চাকরির জন্য আবেদন করতে। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।

বিষয় তালিকা:

Coal India Recruitment 2023 | ভারতীয় কয়লা খনিতে নিয়োগ ২০২৩

🔥 Organization Name (সংস্থার নাম)Coal India Limited 
🔥 Post Details (পোস্টের নাম)মাইনিং সিরদার 
🔥 Total Vacancies (মোট শূন্যপদ)৩৩০ টি
🔥 Salary (বেতন)দৈনিক ১০৩৪.০৪ থেকে ৩১৮৫২.৫৬ টাকা পর্যন্ত
🔥 Job Location (চাকরির স্থান)সমগ্র দেশে (ইন্ডিয়া)
🔥 Apply Mode (আবেদন মাধ্যম)অনলাইন
🔥 Official Website (অফিশিয়াল ওয়েবসাইট)https://www.coalindia.in/

কোল ইন্ডিয়া লিমিটেডে (Coal India Vacancy 2023) কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য বয়সসীমা কত? শিক্ষাগত যোগ্যতা কি? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনাকে তাই বিস্তারিত জানতে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।

Coal India Recruitment 2023: Vacancy Detail | ভারতীয় কয়লা খনিতে নিয়োগ ২০২৩: পদের নাম  

🔥 Post Name (পোস্টের নাম)🔥 Post Vacancy (শূন্যপদের সংখ্যা)
🔥 Mining Sirdar৭৭টি 
🔥 Electrician (Non-Excv.)/Technician১২৬টি 
🔥 Deputy Surveyor২০টি 
🔥 Assistant Foreman (Electrical)১০৭টি 
🔥 Total ৩৩০টি 

🔥 আরও পড়ুন: 

👉 Oil India Limited Recruitment 2023

🔥 আরও পড়ুন: 

👉 WB Govt Jobs 2023: ৩৩,০০০ টাকা বেতনে রাজ্যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে নিয়োগ চলছে (Apply Now!)

🔥 আরও পড়ুন: 

👉 HDFC Bank Recruitment 2023

Coal India Vacancy 2023: Age Limit | ভারতীয় কয়লা খনিতে নিয়োগ ২০২৩: বয়স সীমা  

🔥 Post Name (পোস্টের নাম)🔥 Age Limit (বয়সসীমা)
🔥 Mining Sirdar১৮ থেকে ৩০ বছরের মধ্যে 
🔥 Electrician (Non-Excv.)/Technician১৮ থেকে ৩০ বছরের মধ্যে 
🔥 Deputy Surveyor১৮ থেকে ৩০ বছরের মধ্যে 
🔥 Assistant Foreman (Electrical)১৮ থেকে ৩০ বছরের মধ্যে 

Coal India Recruitment 2023: Selection Process | ভারতীয় কয়লা খনিতে নিয়োগ ২০২৩: নিয়োগ প্রক্রিয়া 

এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। 

Coal India Recruitment 2023: Salary | ভারতীয় কয়লা খনিতে নিয়োগ ২০২৩: বেতন  

🔥 Post Name (পোস্টের নাম)🔥 Salary (বেতন)
🔥 Mining Sirdar৩১৮৫২.৫৬ টাকা 
🔥 Electrician (Non-Excv.)/Technicianদৈনিক ১০৩৪.o৪ থেকে ১০৬৫.৫৫ টাকা পর্যন্ত
🔥 Deputy Surveyor৩১৮৫২.৫৬ টাকা 
🔥 Assistant Foreman (Electrical)৩১৮৫২.৫৬ টাকা 

Coal India Recruitment 2023 Apply Online: | ভারতীয় কয়লা খনিতে নিয়োগ ২০২৩: আবেদন প্রক্রিয়া  

১) আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে কোল ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।

২) আবেদন করার পূর্বে আপনাকে আপনার সমস্ত নথিপত্র স্ক্যান করে নিতে হবে।

৩) আপনাকে আপনার বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সার্টিফিকেট, ভেরিফিকেশন এবং অন্যান্য তথ্য আপনাকে এই মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে পাঠানো হবে।

৪) আবেদন করার সময় মনে রাখতে হবে, আবেদন করার সময় আপনি আপনার নাম, যে পোস্টের জন্য আবেদন করছেন, জন্মের তারিখ, আপনি বাসস্থানের ঠিকানা, ইমেল আইডি ইত্যাদি বিষয়গুলি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

প্রার্থীদের কোল ইন্ডিয়া লিমিটেডের অনলাইন আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করতে অনুরোধ করা হচ্ছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবেদনপত্রে কোনো পরিবর্তন করা যাবে না।

৫) আপনি আবেদন মূল্য অনলাইন/ অফলাইন উভয়ভাবেই দিতে পারবেন (যদি থাকে)।

৬) সবশেষে আপনাকে ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে। আবেদনপত্রটি সাবমিট করার পর সেভ করে রাখতে পারেন অথবা পরবর্তী প্রয়োজনের জন্য অ্যাপ্লিকেশন নম্বরটি প্রিন্ট করে রাখতে পারেন। 

Coal India Recruitment 2023: Required Documents | ভারতীয় কয়লা খনিতে নিয়োগ ২০২৩: প্রয়োজনীয় নথিপত্র 

এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

  • আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • আপনার বয়সের প্রমাণপত্র 
  • আপনার বাসস্থানের প্রমাণপত্র
  • আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
  • আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

Coal India Recruitment 2023: Application Fees | ভারতীয় কয়লা খনিতে নিয়োগ ২০২৩: আবেদন মুল্য 

এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের ২০০ টাকা আবেদন মুল্য দিতে হবে। এছাড়াও SC/ST/OBC/PwBD প্রার্থীদের কোনো আবেদন মুল্য দিতে হবে না

Coal India Recruitment 2023

Coal India Recruitment 2023: Education Qualification | ভারতীয় কয়লা খনিতে নিয়োগ ২০২৩: শিক্ষাগত যোগ্যতা  

🔥 Post Name (পোস্টের নাম)🔥 Education Qualification (শিক্ষাগত যোগ্যতা)
🔥 Mining Sirdarমাধ্যমিক পাস। বৈধ মাইনিং সিরদার সার্টিফিকেট অথবা ৩ বছরের মাইনিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা। বৈধ গ্যাস টেস্টিং সার্টিফিকেট এবং বৈধ ফার্স্ট এইড সার্টিফিকেট থাকতে হবে
🔥 Electrician (Non-Excv.)/Technicianইলেকট্রিশিয়ান ট্রেডে ITI সহ মাধ্যমিক পাস
🔥 Deputy Surveyorমাধ্যমিক পাস। বৈধ মাইনস সার্ভের সার্টিফিকেট
🔥 Assistant Foreman (Electrical)ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩ বছরের ডিপ্লোমাসহ মাধ্যমিক পাস। মাইনস-এর জন্য বৈধ ইলেকট্রিক্যাল সুপারভাইজারশিপ সার্টিফিকেট থাকতে হবে

Coal India Recruitment 2023: Important Dates | ভারতীয় কয়লা খনিতে নিয়োগ ২০২৩: গুরুত্বপুর্ণ তারিখসমুহ  

  • আবেদনের শুরুর তারিখ: ৩০.০৩.২০২৩ অর্থাৎ ৩০ মার্চ ২০২৩ তারিখ 
  • আবেদনের শেষ তারিখ: ১৯.০৪.২০২৩ অর্থাৎ ১৯ এপ্রিল ২০২৩ তারিখ

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প ও অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে জানার জন্য আমাদের Viral Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉  যুক্ত হন
Coal India Recruitment 2023 Official Notice ডাউনলোড করুন
Coal India Recruitment 2023 Official Website এখানে দেখুন

 🔥 আরও পড়ুন: 

👉 AXIS Bank Recruitment 2023

👉 Post Office Recruitment 2023

👉 Visva Bharati University Recruitment 2023

👉 ICDS Anganwadi Recruitment 2023

👉 WBPDCL Recruitment 2023

FAQ: Coal India Recruitment 2023 (ভারতীয় কয়লা খনিতে নিয়োগ ২০২৩)

Q: Coal India Recruitment 2023 (ভারতীয় কয়লা খনিতে নিয়োগ ২০২৩)-তে আবেদনের শেষ তারিখ কবে?

Ans: ১৯ এপ্রিল ২০২৩ তারিখের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Coal India Recruitment 2023 (ভারতীয় কয়লা খনিতে নিয়োগ ২০২৩)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

Ans: মাধ্যমিক,সংশ্লিষ্ট বিষয়ে ITI/ ডিপ্লোমা এবং ট্রেড সার্টিফিকেট। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Coal India Recruitment 2023 (ভারতীয় কয়লা খনিতে নিয়োগ ২০২৩)-তে আবেদনের জন্য বয়সসীমা কত?

Ans: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

Recent Comments