Bandhan Bank Recruitment 2023 Apply Online, ( বন্ধন ব্যাংকে নিয়োগ ২০২৩) Official Notice Download Today, Official Notice
চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। সম্প্রতি বন্ধন ব্যাংক (Bandhan Bank Recruitment 2023) কর্তৃক একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে এখানে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জায়গার মানুষেরা পারবেন এই চাকরির জন্য আবেদন করতে। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।
Bandhan Bank Recruitment 2023 | বন্ধন ব্যাংকে নিয়োগ ২০২৩
🔥 Organization Name (সংস্থার নাম) | Bandhan Bank |
🔥 Post Details (পোস্টের নাম) | অফিস এক্সিকিউটিভ, ব্রাঞ্চ এক্সিকিউটিভ |
🔥 Total Vacancies (মোট শূন্যপদ) | ১১২ টি |
🔥 Job Location (চাকরির স্থান) | সমগ্র দেশে (ইন্ডিয়া) |
🔥 Apply Mode (আবেদন মাধ্যম) | অনলাইন |
🔥 Official Website (অফিশিয়াল ওয়েবসাইট) | https://bandhanbank.com/ |
বন্ধন ব্যাংকে (Bandhan Bank Vacancy 2023) কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই বিস্তারিত জানতে আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।
Bandhan Bank Vacancy 2023: Detail | বন্ধন ব্যাংকে নিয়োগ ২০২৩: পদের নাম
🔥 Post Name (পোস্টের নাম) | 🔥 Post Vacancy (শূন্যপদের সংখ্যা) |
🔥 Office Executive, Branch Executive | ১১২টি |
🔥 Total | ১১২টি |
🔥 আরও পড়ুন:
👉 Oil India Limited Recruitment 2023
🔥 আরও পড়ুন:
👉 WB Govt Jobs 2023: ৩৩,০০০ টাকা বেতনে রাজ্যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে নিয়োগ চলছে (Apply Now!)
🔥 আরও পড়ুন:
Bandhan Bank Recruitment 2023: Age Limit | বন্ধন ব্যাংকে নিয়োগ ২০২৩: বয়স সীমা
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনার বয়স হতে হবে ০৩.০৪.২০২৩ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
Bandhan Bank Recruitment 2023: Selection Process | বন্ধন ব্যাংকে নিয়োগ ২০২৩: নিয়োগ প্রক্রিয়া
এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই কেবল ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
Bandhan Bank Job 2023: Salary | বন্ধন ব্যাংকে নিয়োগ ২০২৩: বেতন
এই চাকরির জন্য কর্মীদের মাসিক ১৩,৬০০ থেকে ৩২,৯০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
Bandhan Bank Recruitment 2023 Apply Online: | বন্ধন ব্যাংকে নিয়োগ ২০২৩: আবেদন প্রক্রিয়া
১) আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে।
২) আপনি যদি নতুন অ্যাপ্লাই করে থাকেন, তাহলে আপনাকে প্রথমে Sign Up করে নিতে হবে।
৩) তারপর আপনাকে সেখানে আপনার যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
৪) তারপর সেখানে আপনার নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল প্রকার তথ্য দিতে হবে।
৫) আপনাকে একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি সাথে রাখতে হবে।
৬) এরপর যাবতীয় ডকুমেন্টসহ পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
এছাড়াও আপনি সরাসরি ফোন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করেও আবেদন করতে পারবেন।
যে ফোন নম্বরে আপনি যোগাযোগ করবেন তা হলো-
8777743752
যে নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করে আপনি আপনার সিভি পাঠাবেন তা হলো-
8777743752
Bandhan Bank Recruitment 2023: Required Documents | বন্ধন ব্যাংকে নিয়োগ ২০২৩: প্রয়োজনীয় নথিপত্র
এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-
- আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- আপনার বয়সের প্রমাণপত্র
- আপনার বাসস্থানের প্রমাণপত্র
- আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
- আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)
আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।
Bandhan Bank Recruitment 2023: Application Fees | বন্ধন ব্যাংকে নিয়োগ ২০২৩: আবেদন মুল্য
এই চাকরির জন্য কোনো আবেদন মুল্য দিতে হবে না।
Bandhan Bank Recruitment 2023: Education Qualification | বন্ধন ব্যাংকে নিয়োগ ২০২৩: শিক্ষাগত যোগ্যতা
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েশন পাস করতে হবে।
Bandhan Bank Recruitment 2023: Important Dates | বন্ধন ব্যাংকে নিয়োগ ২০২৩: গুরুত্বপুর্ণ তারিখসমুহ
- আবেদনের শুরুর তারিখ: ০৩.০৪.২০২৩ অর্থাৎ ০৩ এপ্রিল ২০২৩ তারিখ
- আবেদনের শেষ তারিখ: ০১.০৬.২০২৩ অর্থাৎ ০১ জুন ২০২৩ তারিখ
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প ও অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে জানার জন্য আমাদের Viral Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉 | 🔥 যুক্ত হন |
Bandhan Bank Recruitment 2023 Apply Online | আবেদন করুন |
Bandhan Bank Recruitment 2023 Official Notice | এখানে দেখুন |
Bandhan Bank Recruitment 2023 Official Website | এখানে দেখুন |
🔥 আরও পড়ুন:
👉 Post Office Recruitment 2023
👉 Visva Bharati University Recruitment 2023
👉 ICDS Anganwadi Recruitment 2023
FAQ: Bandhan Bank Recruitment 2023 (বন্ধন ব্যাংকে নিয়োগ ২০২৩)
Q: Bandhan Bank Recruitment 2023 (বন্ধন ব্যাংকে নিয়োগ ২০২৩)-তে আবেদনের শেষ তারিখ কবে?
Ans: ০১ জুন ২০২৩ তারিখের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: Bandhan Bank Recruitment 2023 (বন্ধন ব্যাংকে নিয়োগ ২০২৩)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?
Ans: গ্র্যাজুয়েশন। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: Bandhan Bank Recruitment 2023 (বন্ধন ব্যাংকে নিয়োগ ২০২৩)-তে আবেদনের জন্য বয়সসীমা কত?
Ans: ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)