WB Govt Jobs 2023: ৩৩,০০০ টাকা বেতনে রাজ্যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে নিয়োগ চলছে (Apply Now!)

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! আপনি কি দীর্ঘদিন ধরে পড়াশোনা শেষ করে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন? কিন্তু তবুও মিলছে না চাকরির সন্ধান? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। বর্তমানে চাকরির বাজার অত্যন্ত শোচনীয়। এমতাবস্থায় জেলা আধিকরণিক তথা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও কালেক্টর অফিস (WB Govt Jobs 2023) কর্তৃক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তি জানানো হয়েছে যে এখানে একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করা হবে। এই চাকরির জন্য যেকোনো ভারতীয় মহিলা নাগরিক আবেদন করতে পারবেন। কেবল মহিলারাই পারবেন এই চাকরির জন্য আবেদন করতে। অফিসিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তাহলে চলুন এই চাকরির জন্য আবেদন করবেন কিভাবে, এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা কি তা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

নিয়োগকারী সংস্থার নাম-

পশ্চিমবঙ্গ সরকারের আয়তাধীন জেলা আধিকরণিক তথা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও কালেক্টর অফিসে কর্মী নিয়োগ করা হবে। এখানে একটি পদের জন্য কর্মী নিয়োগ করা হতে চলেছে।

পদের নাম এবং শূন্যপদের সংখ্যা-

যে পদের জন্য এখানে কর্মী নিয়োগ করা হবে তা হলো-

  • Office In Charge (Residential)

Office In Charge (Residential) পদের জন্য শূন্যপদের সংখ্যা হলো ১ টি

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 HDFC Bank Recruitment 2023

🔥 আরও পড়ুন: 👇👇👇

 AXIS Bank Recruitment 2023

🔥 আরও পড়ুন: 👇👇👇

  Post Office Recruitment 2023

বয়স সীমা-

এই চাকরির আবেদনের জন্য আপনার বয়সের নিম্নসীমা হতে হবে ২৭ বছর এবং আপনার বয়সের ঊর্ধ্বসীমা হতে হবে ৪০ বছর

নির্বাচন প্রক্রিয়া-

এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের প্রথমে ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২০ নম্বরের কম্পিউটার টেস্ট নেওয়া হবে। এই দুই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১০ নম্বরের ভাইভা ভোসের মাধ্যমে নিয়োগ করা হবে।

বেতন-

Office In Charge (Residential) পদের জন্য কর্মীদের মাসিক ৩৩,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া-

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে সেটিকে প্রিন্ট আউট করে নিতে হবে। এরপর আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করে সেটিকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে। 

যে ঠিকানায় আপনি আবেদনপত্রটি পাঠাবেন তা হলো-

DCPU (District Child Protection Unit) under Social Welfare Section, Office of the District Magistrate, Paschim Medinipur, Pin- 721101, WB

প্রয়োজনীয় নথিপত্র-

এই চাকরির জন্য নিম্নলিখিত নথিপত্রগুলির প্রয়োজন-

  • আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • আপনার বয়সের প্রমাণপত্র 
  • আপনার বাসস্থানের প্রমাণপত্র
  • আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
  • আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

আবেদন মুল্য-

এই চাকরির জন্য কোনো আবেদন মুল্য দিতে হবে না

শিক্ষাগত যোগ্যতা-

Office In Charge (Residential) পদের জন্যে আপনার সোশ্যাল ওয়ার্ক/সোসিওলজি/সাইকোলজি/সাইকিআট্রি/ল/পাবলিক হেলথ/কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে পোষ্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করতে হবে। এছাড়া কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। এছাড়াও ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

33000 salary wb govt jobs

আবেদনের শেষ তারিখ-

এই চাকরির জন্য আবেদন প্রক্রিয়া গত ৩০.০৩.২০২৩ অর্থাৎ ৩০ মার্চ ২০২৩ তারিখ থেকে শুরু হয়ে গেছে। এই চাকরির জন্য আবেদনের শেষ তারিখ ২৪.০৪.২০২৩ অর্থাৎ ২৪ এপ্রিল ২০২৩ তারিখ

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করুন বন্ধুদের সাথে। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প ও অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে জানার জন্য আমাদের Viral Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 🔥 যুক্ত হন
Official Notice ডাউনলোড করুন
Official Website এখানে দেখুন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Visva Bharati University Recruitment 2023

👉 ICDS Anganwadi Recruitment 2023

👉 WBPDCL Recruitment 2023

👉 IRCTC Recruitment 2023

👉 Food Corporation of India Recruitment 2023 Apply Online

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

Recent Comments